যুদ্ধের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ইরান
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো যুদ্ধের হুমকি মোকাবিলায় সবসময় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডসের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা। আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি রোববার জেনারেল আব্বাস নীলফরৌশানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তথ্যসূত্র : আল-জাজিরা, মেহের নিউজ
জেনারেল নীলফরৌশানের আত্মত্যাগের কথা উলেস্নখ করে মাসজেদি বলেন, 'আমরা তার মৃতু্যতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমরা দখলদার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেব।' জেনারেলকে নিয়ে শত্রম্নর মিডিয়ার অপপ্রচারের কথা উলেস্নখ করে তিনি বলেন, শত্রম্নর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ।
উলেস্নখ্য, ইসরায়েলি বিমান হামলায় লেবাননে হিজবুলস্নাহর প্রধান হাসান নাসরুলস্নাহর সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীলফরৌশানও প্রাণ হারান। ইরান ওই হত্যাকান্ডের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবরে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলজুড়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল।
ইরানে হামলার অনুমতি নিতে দফায় দফায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেও সবুজ সংকেত পায়নি ইসরায়েল। কারণ, ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েলকে, তেহরানে হামলা চিন্তা করলে এবার জবাব হবে আরও ভয়ংকর। মূলত ওই হুমকির পর থেকেই চুপসে আছে ইসরায়েল। সে কথাই আরেকবার মনে করিয়ে দিলেন আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের সব ধরনের সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করা হয়েছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তাহলে সেসব লক্ষ্যবস্তুকে নিশানা বানাবে তেহরান। রোববার ইরানের শীর্ষ এক কূটনীতিক এই হুঁশিয়ারি দেন। তেহরান বলেছে, ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেহরান। ইরানের ওপর ইসরায়েল হামলা চালালে ইসরায়েলি সামরিক সব স্থাপনাকে নিশানা বানিয়ে হামলা করবে তেহরান।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ইরানে যে কোনো ধরনের হামলা চালানো হলে, তা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করবে বলে বিবেচনা করা হবে।