ভারতের রাজধানী দিলিস্নতে একটি স্কুলের সামনে হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনো স্পষ্ট নয়।
রোববার সকালে দিলিস্নর রোহিণী এলাকার ওই স্কুল সংলগ্ন এলাকায় হঠাৎই জোরালো শব্দ পান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে তারা দেখেন, স্কুলের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে।
স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির কাচগুলোও ভেঙে পড়ে থাকতে দেখা যায়। এমনকি স্কুল থেকে বেশ কিছুটা দূরে থাকা কয়েকটি দোকানের সাইনবোর্ডও বিস্ফোরণের অভিঘাতে খুলে পড়ে যায়। তবে রোববার স্কুল বন্ধ থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
বিস্ফোরণে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কর্মকর্তারা বিস্ফোরণের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছেন।
ফরেনসিক দল এবং দিলিস্ন পুলিশের বিশেষ সেলের অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন।
সর্বশেষ তথ্যে পুলিশ জানায়, তারা এখনো সন্দেহজনক কিছু পায়নি। তদন্তের অংশ হিসেবে ভূগর্ভস্থ নর্দমার লাইন পরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্ফোরণের পর বাজে গন্ধ পাওয়া গেছে। বিস্ফোরণস্থলে সাদা গুঁড়া জাতীয় কিছু বস্তু পাওয়া গেছে। তবে এই জিনিসটি কী, তা পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তথ্যসূত্র :এনডিটিভি