শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মণিপুরে ফের সংঘাত থানায় হামলা-বাড়িতে আগুন-গুলি

যাযাদি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
মণিপুরে ফের সংঘাত থানায় হামলা-বাড়িতে আগুন-গুলি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যটির জিরিবাম জেলায় মেইতেই এবং কুকি বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়েছে। হামলা হয়েছে জিরিবাম জেলার একটি থানায়। এ ছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বোমা হামলার ঘটনাও ঘটেছে। তথ্যসূত্র : এনডিটিভি

জিরিবাম জেলার বোরোবেকরা মহকুমার পুলিশ সূত্র জানিয়েছেন, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা মণিপুরের একটি থানায় ব্যাপক গুলিবর্ষণ করেছে। পুলিশ সূত্র জানান, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবাম জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বোরোবেকরা থানায় ভোর সাড়ে ৫টায় গুলি চালাতে শুরু করে।

হামলার পর বিভিন্ন ছবিতে দেখা যায়, থানার দেওয়াল ও দরজায় বুলেটের ছিদ্র। হামলার সময় একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। সূত্র জানান, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী চিরুনি অভিযান শুরু করে।

এ ছাড়া একটি বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং অন্তত একটি বোমা হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছেন।

মণিপুরের পুলিশ প্রধান রাজিব সিং বলেছেন, জিরিবাম জেলাসহ কিছু এলাকায় বিক্ষিপ্ত গোলাগুলি চলেছে। নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মাস খানেকের বিরতির পর নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে