বাসভবনে হামলা
ড্রোন হামলার চরম মূল্য দিতে হবে হুশিয়ারি নেতানিয়াহুর
আয়াতুলস্নাহ খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল
প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, 'আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার জন্য ইরানের প্রতিনিধি হিজবুলস্নাহর প্রচেষ্টা একটি বড় ধরনের ভুল ছিল।' তিনি বলেন, ইরান এবং তাদের প্রতিনিধি ও তাদের মিত্রদের কেউ ইসরায়েলের কোনো নাগরিকের ক্ষতি করার চেষ্টা করলে তাকে চড়া মূল্য দিতে হবে। তথ্যসূত্র : এএফপি, আল-জাজিরা, রয়টার্স
নেতানিয়াহুকে হত্যাচেষ্টায় চালানো ওই হামলার ঘটনায় ইরানকেই দায়ী করছে ইসরায়েল। এই হামলার কঠিন জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে তার ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা চালানো হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে, তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাসভবনে হিজবুলস্নাহর একটি ড্রোন আঘাত হেনেছে। তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এই হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন থেকে একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রে একটি ভবনে আঘাত হেনেছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়, সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে একটি ইউএভি (মানবহীন আকাশযান) আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' জানিয়েছে, এই হামলার পেছনে হিজবুলস্নাহ ছিল। জাতিসংঘে ইরানের মিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিঃসন্দেহে লেবাননের হিজবুলস্নাহ হামলাটি চালিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুলস্নাহ। হামলাটি এমন সময় ঘটেছে, যখন ইসরায়েল গত ১ অক্টোবর ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আয়াতুলস্নাহ খামেনির ওপর হামলা
চালাতে পারে ইসরায়েল
এদিক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল। 'জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসি'র নিরাপত্তা বিশ্লেষক এবং বৈশ্বিক ঝুঁকি প্রধান জিন-মার্ক রিকলি জানিয়েছেন, নেতানিয়াহুর বাড়িতে হামলার জন্য ইরানের দিকে আঙুল তোলার ব্যাপারটি চলমান দ্বন্দ্ব ছড়িয়ে দিতে পারে।
তিনি বলেছেন, 'যদি আমরা নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলাকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করি এবং ইরানের সঙ্গে এটির সমান কিছু ভাবি, তাহলে দেখা যাবে, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন প্রধান ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি।'
এই নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, হামাস ও হিজবুলস্নাহর বিরুদ্ধে ইসরায়েল যা করেছে, মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও একই কাজ করার চেষ্টা করবে ইসরায়েল।