শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
মধ্যপ্রাচ্যে সংঘাত

বৈরুতে হিজবুলস্নাহর কমান্ড সেন্টারে হামলার দাবি ইসরায়েলের

তিন কমান্ডারকে হত্যার বিষয় নিয়ে মন্তব্য করেনি হিজবুলস্নাহ
যাযাদি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
বৈরুতে হিজবুলস্নাহর কমান্ড সেন্টারে হামলার দাবি ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুলস্নাহর একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুলস্নাহর কমান্ড সেন্টার এবং ভূগর্ভস্থ একটি অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। তথ্যসূত্র : এএফপি, আল-জাজিরা, রয়টার্স

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকালের দিকে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী) হিজবুলস্নাহর গোয়েন্দা সদর দপ্তরের একটি কমান্ড সেন্টার এবং বৈরুতের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে টানেল শ্যাফ্‌ট ও ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করেছে। লেবাননের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলি বাহিনী হারেত হেইক এবং হাদাথ এলাকায় হামলা চালিয়েছে। দক্ষিণ বৈরুতে হিজবুলস্নাহর শক্তিশালী ঘাঁটিতে এসব হামলা চালানো হয়।

উলেস্নখ্য, গত ২৪ ঘণ্টায় গাজা এবং লেবাননের ১৭৫ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুলস্নাহ এবং হামাসের অস্ত্রাগার, রকেট লঞ্চার এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী।

এদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা বন্দরে একটি হামলা প্রতিহত করা হয়েছে বলেও জানানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। গত কয়েক সপ্তাহে গাজার পাশাপাশি লেবাননের বিভিন্ন স্থানেও হামলা জোরদার করেছে ইসরায়েল।

হিজবুলস্নাহর তিন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর তিন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তারা বলেছে, বিমান হামলায় এসব কমান্ডার নিহত হয়েছেন। তারা হলেন দক্ষিণ কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তা আব্বাস সালেমাহ, যোগাযোগ বিশেষজ্ঞ রাদজা আব্বাস আওয়াচি এবং কৌশলগত অস্ত্র উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট আলি হুসেইন।

শনিবার হিজবুলস্নাহর গোয়েন্দা হেডকোয়ার্টারে (সদর দপ্তর) হামলা চালায় ইসরায়েল। এই তিন কমান্ডার এই হামলায়, নাকি আলাদা আলাদাভাবে নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেনি দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কমান্ডারদের মৃতু্যর ব্যাপারে হিজবুলস্নাহও কোনো মন্তব্য করেনি। তবে হিজবুলস্নাহ জানিয়েছে, লেবাননের গ্রাম এবং বাড়িতে হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।

বৈরুতে বেসামরিক এলাকায় ইসরায়েলি

হামলা বন্ধের 'আহ্বান' আমেরিকার

এদিকে, ইসরায়েলকে বৈরুতে বেসামরিক এলাকায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আমেরিকা। শনিবার এই আহ্বান জানান পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন। এ সময় বেসামরিক হতাহতের সংখ্যা 'অত্যধিক বেশি' উলেস্নখ করে তিনি বলেন, আমেরিকা লেবাননের রাজধানী বৈরুতে ও তার আশপাশের কিছু এলাকায় ইসরায়েলি হামলার হ্রাস চায়। বৈরুতের দক্ষিণ শহরতলির বেশ কয়েকটি স্থানে ভারী হামলা চালিয়েছে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পরই অস্টিনের এই মন্তব্যটি এলো।

ইসরায়েল বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর অস্ত্র স্থাপনায় আঘাত করেছে সেনারা। শহরটিতে প্রায় তিন সপ্তাহ আগে হামলা শুরু করে ইসরায়েল যা এখনো চলছে। হামলার মুখে এক সময়ের ঘনবসতিপূর্ণ এই শহরতলি ছেড়ে পালিয়েছেন হাজার হাজার মানুষ। সেখানে হিজবুলস্নাহর কার্যালয় ও ভূগর্ভস্থ স্থাপনাও ছিল।

ইতালির নেপলস শহরে জি-৭ এর প্রতিরক্ষা সমাবেশে সাংবাদিকদের অস্টিন বলেন, 'আমরা চাই, ইসরায়েলের তাদের কিছু হামলা, বিশেষ করে বৈরুত এবং এর আশপাশের এলাকায় যে হামলা চালানো হচ্ছে, সেগুলোর মাত্রা কমানো হোক।' তিনি বলেন, 'আমরা চাই আলোচনার মাধ্যমে এমন কিছু হোক, যাতে সীমান্তের উভয় পাশের বেসামরিকরা বাড়ি ফিরে যেতে পারেন।'

গত অক্টোবরে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে সীমান্তে হিজবুলস্নাহর নিয়মিত সংঘাত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে