বিদু্যৎ বিপর্যয়ে অন্ধকারে কোটি কিউবান

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রধান উৎপাদনকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় কিউবাজুড়ে বিদু্যৎ বিপর্যয় দেখা দিয়েছে, এতে বিদু্যৎহীন হয়ে পড়েছে দেশটির এক কোটি মানুষ। শুক্রবার স্থানীয় সময় ১১টার দিকে বিদু্যৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় সোশাল মিডিয়ায় জানিয়েছে। বিদু্যৎ সঞ্চালন কর্মকর্তারা বলেছেন, বিদু্যৎ ফিরতে কত সময় লাগতে পারে, সেটা তারা জানেন না। দ্বীপ রাষ্ট্রটি কয়েক মাস ধরেই 'বস্ন্যাকআউট' পরিস্থিতিতে পড়ছে; বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী 'জ্বালানি জরুরি অবস্থা' ঘোষণা করেন। দেশটির মাতানজাসে অবস্থিত বিদু্যৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হওয়ার পর শুক্রবারের বিদু্যৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এদিকে, প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বারমুদেজ বলেছেন, এই পরিস্থিতি তার কাছে 'সর্বোচ্চ গুরুত্ব' পাচ্ছে। তিনি এক্স-এ লিখেছেন, বিদু্যৎ না ফেরা পর্যন্ত কোনো বিরাম নেই। দেশব্যাপী বস্ন্যাকআউট কিউবার জন্য সর্বদাই অস্থির সময় ধরা হয়। কারণ, আলো জ্বালিয়ে রাখার ক্ষমতাকে কিউবান সরকারের জনশৃঙ্খলা ধরে রাখার সক্ষমতা হিসেবে বিবেচিত। ২০২১ সালের জুলাই মাসে কয়েক দিনের বিদু্যৎ বিপর্যয় দেখা দিলে দেশটির বেশিরভাগ এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল। গত মার্চে সমাজতান্ত্রিক রাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগোতে শত শত মানুষ বিদু্যৎ বিভ্রাট ও খাদ্য সংকটের প্রতিবাদে বিরল এক গণবিক্ষোভ করে। তথ্যসূত্র : বিবিসি