সিনওয়ারের নিথর দেহ নিয়ে দর কষাকষিতে যাবে ইসরায়েল

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের মরদেহকে জিম্মিদের মুক্তির জন্য 'দর কষাকষির' কাজে ব্যবহার করবে ইসরায়েল। গত বুধবার গাজার রাফাহর তেল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান সিনওয়ার। পরিচয় শনাক্তের জন্য পরের দিন বৃহস্পতিবার তার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে জানা যায়, এটি হামাস প্রধানের মরদেহ। এরপর তার নিথর দেহটিকে একটি গোপন জায়গায় নিয়ে যায় দখলদার ইসরায়েল। তথ্যসূত্র : সিএনএন ইসরায়েলি দুটি সূত্র জানিয়েছেন, সিনওয়ারের মরদেহকে কাজে লাগিয়ে কীভাবে জিম্মিদের ফিরিয়ে আনা যায়, সেটিকে প্রাধান্য দেওয়া হবে। যার অর্থ এখনই সিনওয়ারের মরদেহটি কবর দেওয়া হবে না। একটি সূত্র বলেছেন, 'যদি হামাস সিনওয়ারের মরদেহের বিনিময় জীবিত এবং মৃত ইসরায়েলিদের ফেরত দিতে রাজি থাকে, তাহলে এটি ভালো।' সিনওয়ারকে হত্যার পরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, যদি হামাস অস্ত্র ফেলে দিয়ে তাদের জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ বন্ধ করে দেওয়া হবে। সূত্রটি জানিয়েছেন, শুধুমাত্র জিম্মি বিনিময়ের মাধ্যমেই হামাস সিনওয়ারের মরদেহ ফেরত নিতে পারে। আর নয়ত তার মরদেহ কখনো গাজায় নিতে দেওয়া নাও হতে পারে।