শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ফক্স নিউজের সঙ্গে কমলার তর্ক-বিতর্কে ভরা সাক্ষাৎকার

সাক্ষাৎকারে প্রাধান্য পায় অভিবাসন
যাযাদি ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
ফক্স নিউজের সঙ্গে কমলার তর্ক-বিতর্কে ভরা সাক্ষাৎকার

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার তিন সপ্তাহ আগে রক্ষণশীলদের দিকে ঝুঁকে থাকা টিভি চ্যানেল 'ফক্স নিউজ'কে সাক্ষাৎকার দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ফক্স নিউজকে দেওয়া ডেমোক্রেট এই প্রার্থীর সাক্ষাৎকার ছিল তর্ক-বিতর্কে ভরপুর। কমলার সাক্ষাৎকার নেন ব্রেট বেয়ার। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স, ডিডাবিস্নউ নিউজ

সাক্ষাৎকারে ব্রেট বারবার অভিবাসনের প্রসঙ্গ তোলেন, বাইডেনের পরিবর্তে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন করেন। কমলা হ্যারিসও আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন। আসলে কমলা রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা ভোটদাতাদের প্রভাবিত করতে চেয়েছেন।

প্রায় ৩০ মিনিটের এই সাক্ষাৎকার ছিল উপভোগ্য, কমলা ও ব্রেট সমানে একে অপরকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করে গেছেন। একটা সময় কমলা যখন একটা প্রশ্নের জবাব দিচ্ছেন, তখন ব্রেট কিছু বলতে যান। কমলা হ্যারিস তখন বলেন, 'আগে আমাকে অভিবাসন নিয়ে প্রশ্নের জবাব শেষ করতে দিন। আমি কি এই জবাব শেষ করতে পারি?'

আরেকবার কমলা উত্তেজিত তর্ক-বিতর্কের মধ্যে বলেন, 'আমার মনে হয়, এই আলাপচারিতা যদি তথ্যের ভিত্তিতে হয়, তাহলে ভালো হয়।'

কমলা হ্যারিস বারবার ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করতে চেয়েছেন। তিনি এটাও জানাতে চেয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়ে কেমন করে দেশ চালাবেন। কমলা বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে বাইডেনের সময়ের নীতির নিছক অনুসরণ করবেন না। আগের সব প্রেসিডেন্টের মতো তিনিও তার জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত অনুভবকে কাজে লাগাবেন। নতুন ধারণার রূপায়ণ করবেন।

কমলার সাক্ষাৎকারের অনেকটা অংশ অভিবাসন নিয়ে প্রশ্ন-উত্তরের মধ্যে দিয়ে কেটেছে। ডেমোক্রেট প্রার্থীর কাছে সবচেয়ে দুর্বল বিষয়টি নিয়ে ব্রেট বারবার প্রশ্ন করে তাকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে