শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পাকিস্তানে বিরল সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
পাকিস্তানে বিরল সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের সম্পর্কে ক্রমাগত টানাপড়েনের মধ্যে ২০১৫ সালের পর গত ৯ বছরের মধ্যে এটিই ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। মঙ্গলবার বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেন জয়শঙ্কর। নূর খান বিমানঘাঁটিতে পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসসিও সদস্য দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে এসসিও-র সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে করমর্দন, সৌজন্য বিনিময় করবেন জয়শঙ্কর। তবে জয়শঙ্কর ২৪ ঘণ্টারও কম সময় পাকিস্তানে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে