সাগরে ৬৭ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার ওখটস্ক সাগরে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে দুই মাসের বেশি বায়ুভর্তি একটি ছোট নৌকায় ভেসে ছিলেন তিনি। সঙ্গে ছিল তার ভাই ও ভাতিজার মরদেহ। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রুশ কর্মকর্তারা বলেন, ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন (৪৬)। মৎস্যজীবীরা তাকে উদ্ধার করেছেন। যে নৌকা থেকে মিখাইলকে জীবিত উদ্ধার করা হয়েছে, একই নৌকায় তার ৪৯ বছর বয়সি ভাই সার্গেই ও ১৫ বছর বয়সি ভাতিজা ইলায়ার মরদেহ পাওয়া গেছে। মিখাইল তার ভাই ও ভাতিজাকে নিয়ে গত আগস্টের শুরুতে সাগরে ভ্রমণে বেরিয়েছিলেন। তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নৌকাটি উদ্ধার করা হয়। মিখাইলের স্ত্রী বলেন, ওই তিনজন সাগরে তিমি দেখতে গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন দুই সপ্তাহের খাবার। রিয়া নভোস্তিকে তিনি বলেন, শারীরিক ওজন বেশি হওয়ায় অনেক দিন যথেষ্ট না খেয়েও বেঁচে গেছেন মিখাইল। সাগরে ভ্রমণের জন্য যখন বেরিয়েছিলেন, তখন তার ওজন ছিল ১০০ কেজি। ৬৭ দিন পর যখন তাকে উদ্ধার করা হয়, তখন ওজন অর্ধেকে নেমে গিয়েছিল তার। মিখাইলের স্ত্রী আরও বলেন, 'আমরা এখনো বেশি কিছু জানি না। শুধু জানি, সে বেঁচে আছে...এটি অলৌকিক।' মিখাইলের মেয়েরও ওই ভ্রমণে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে তিনি না যাওয়ার সিদ্ধান্ত নেন। রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়, ওই তিনজন নিখোঁজ হওয়ার পর একটি হেলিকপ্টার তাদের খুঁজতে বের হয়। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার মাছ ধরার একটি নৌকা কামচাটকা উপদ্বীপের উপকূল থেকে দূরে মিখাইলদের নৌকাটি দেখতে পায়। ওই ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, লাইফ জ্যাকেট গায়ে শ্মশ্রম্নমন্ডিত এক লোক (মিখাইল) মৎস্যশিকারিদের উদ্দেশে চিৎকার করে বলছেন, 'আমার গায়ে আর কোনো শক্তি নেই।' পরে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ওখটস্ক পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সাগরগুলোর একটি। সেখানে মিখাইল এত দিন কীভাবে বেঁচে ছিলেন- এ নিয়ে রুশ নাবিকদের ইউনিয়নের দূরপ্রাচ্য শাখার প্রতিনিধি নিকোলাই সুখানভ বলেন, 'এ ক্ষেত্রে মাছের একটি বড় ভূমিকা থাকতে পারে। এমন পরিস্থিতিতে সব রসদ শেষ হওয়ার পর আপনি শুধু সাগরের মাছ খেয়ে বেঁচে থাকতে পারবেন।'