রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত তিন

যাযাদি ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত তিন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশের সদর দপ্তরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার পুলিশের সদর দপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের লড়াইয়ের সময় ওই তিন পুলিশ নিহত হয়।

পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদর দপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা।

পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিল। পুলিশের সঙ্গে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছে। তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে