রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র

ইরানকে সতর্ক করেছে আমেরিকা

যাযাদি ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ইরানকে সতর্ক করেছে আমেরিকা

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বন্ধ করার জন্য ইরানকে সতর্ক করেছে আমেরিকা। নাম প্রকাশ না করার শর্তে সোমবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের জীবনের ওপর কোনো আঘাতকে তারা যুদ্ধের পদক্ষেপ হিসেবে দেখবে। তথ্যসূত্র : রয়টার্স

ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিতভাবে এসব হুমকির বিষয়ে অবগত হচ্ছেন এবং তার টিমকে ইরানের ষড়যন্ত্র মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

বাইডেনের নির্দেশে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরান সরকারের উচ্চপর্যায়ের নেতাদের কাছে বার্তা পাঠিয়েছেন। তেহরানকে ট্রাম্প ও অন্য সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করতে সতর্ক করে দিয়েছেন। যদি তেহরান কোনো মার্কিন নাগরিকের ওপর আক্রমণ চালায়, তবে তারা 'গুরুতর প্রতিক্রিয়া' জানাবে।

তবে ইরান আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। তেহরান দাবি করেছে, আমেরিকা কয়েক দশক ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। উদাহরণ হিসেবে তারা ১৯৫৩ সালে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচু্যত করার অভু্যত্থান এবং ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় তাদের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা উলেস্নখ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে