সুদানে বাজারে বিমান হামলা, নিহত ২৩

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। গত শনিবার চালানো এই বিমান হামলায় দক্ষিণ খার্তুমে আধাসামরিকর্ যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অধিকৃত প্রধান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। সেখানকার কেন্দ্রীয় বাজার এবং কাছাকাছি একটি আবাসিক এলাকায়ও সে সময় বিমান হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন। স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের একটি স্থানীয় সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাজারটি সুদানের রাজধানীর একটি প্রধান ক্যাম্পের কাছাকাছি, যেখানে আধাসামরিকর্ যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। শুক্রবার থেকে খার্তুমের আশপাশে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। খার্তুমের বেশিরভাগ এলাকা আরএসএফের নিয়ন্ত্রণে। সেনাবাহিনী শহরের কেন্দ্র এবং দক্ষিণে বিমান হামলা চালাচ্ছে। তথ্যসূত্র : আল-জাজিরা