চার দিনের পাকিস্তান সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চার দিনের সরকারি সফরে পাকিস্তানে গেছেন। সোমবার তার এই সফর শুরু হয়েছে বলে 'অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান'-এপিপি জানিয়েছে।
এই সফরে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন লি কিয়াং। পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও এর সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন তিনি। ইসলামাবাদে এসসিও এর সম্মেলন সোমবার শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার।
করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৬ অক্টোবরের আত্মঘাতী হামলার মাত্র কয়েক দিন পরই লি কিয়াং এই সফরে যাচ্ছেন।
ওই হামলায় দুই চীনের দুই নাগরিক এবং অন্য চীনাসহ মোট ১১ জন আহত হন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনকে ব্যক্তিগতভাবে এই হামলার তদন্তকাজ তদারকি করার আশ্বাস দিয়েছেন।
হামলার তিন দিন পর পুলিশ নিষিদ্ধ বালুচ লিবারেশন আর্মি-বিএলএ এবং অন্যদের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ওই হামলায় ১৫টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ বিশ্বাস করে, বিএলএ-কে একটি 'বিদেশি শত্রম্ন'র গোয়েন্দা সংস্থা সহায়তা করে। তাদের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে চীনের নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তান-চীন সম্পর্কের ক্ষেত্রে সংকট সৃষ্টি করার চেষ্টা থাকে।
চীন বৃহস্পতিবার বলেছে, তারা পাকিস্তানে চীনা কর্মী এবং প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা-সুরক্ষার জন্য দেশটির সরকারের সঙ্গে কাজ করবে। তথ্যসূত্র : ডন