জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে যত চাপই আসুক, লেবাননে তারা তাদের অবস্থান ছাড়বে না। লেবাননে জাতিসংঘ অন্তর্র্বর্তী বাহিনী বা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের 'বস্নু লাইন' বরাবর অবস্থান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত সরে যেতে বলেছে। বস্নু লাইন হলো লেবানন এবং অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা রেখার জন্য ব্যবহৃত শব্দ। আনাদোলু, আল-জাজিরা, এএফপি
ইউনিফিলের মুখপাত্র টেনেন্টি বলেন, ইসরায়েলের হামলা দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ক্যাম্পের অনেক ক্ষতি করেছে। সেখানে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ ঘাঁটির ভেতরেও অনেক ক্ষতি হয়েছে। শুধু তাই নয় শান্তিরক্ষীরাদের ঘাঁটিতে তিন দফা ইসরায়েলি হামলায় পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছেন। টেনেন্টি সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের আগ্রাসন খুব শিগগিরই একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে, যার প্রভাব হবে বিপর্যয়কর। জাতিসংঘের কয়েকটি সূত্র বলেছে, ইসরায়েলের হামলার কারণে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়টিতে শান্তিরক্ষীদের নজর রাখা অসম্ভব হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছে।
এদিকে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউফিল) রোববার বলেছে, দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের শান্তিরক্ষীদের ক্যাম্পের গেট ভেঙে জোর করে প্রবেশ করেছে। সেখানে জাতিসংঘের অবস্থানে শান্তিরক্ষীরা ইসরায়েলি সেনাদের তিনটি পস্নাটুনকে বস্নু লাইন অতিক্রম করে লেবাননে যেতে দেখেছে।
এর আগে, জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে উদ্দেশ্য করে রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ বারবার শান্তিরক্ষীদের এলাকা ছেড়ে চলে যেতে বললেও তারা তা প্রত্যাখ্যান করেছে। এই বাহিনী হিজবুলস্নাহর জন্য মানবঢাল হিসেবে কাজ করছে বলে নেতানিয়াহু অভিযোগ করেন। তবে হিজবুলস্নাহ এমন অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, ইউনিফিল শান্তিরক্ষী বাহিনী ২০০৬ সালের যুদ্ধের পর পাস হওয়া জাতিসংঘ প্রস্তাবনা ১৭০১ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবনার আওতায় দক্ষিণ লেবানন সীমান্ত অস্ত্র ও সেনামুক্ত রাখতে বলা হয়েছিল।