ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার গাজায় হামলা চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে। তারা ট্যাংক নিয়ে জাবালিয়া এলাকার অনেকে ভেতরে ঢুকে পড়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন এসব কথা। তথ্যসূত্র : রয়টার্স
আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, হামাসের যোদ্ধাদের পুনরায় একত্রিত হওয়া ঠেকাতে ইসরায়েল জাবালিয়ায় আক্রমণ চালানোর পর থেকে হাজার হাজার মানুষ সেখানে আটকা পড়ে আছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী জাবালিয়ায় টানা আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
জাবালিয়ার অবস্থান গাজা ভূখন্ডের উত্তরাংশে। গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর মধ্যে জাবালিয়া বৃহত্তম।
শনিবার সন্ধ্যায় ও রাতে জাবালিয়ার দুটি বাড়িতে ও গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় প্রথমে ১০ জনের বেশি, পরে ১৯ জন নিহত হন। আহতদের অনেকের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতু্যর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা।
শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজা সিটির উত্তরপ্রান্তের দুটি এলাকা থেকে সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই এলাকা দুটিকে 'বিপজ্জনক যুদ্ধ অঞ্চল' বলে অভিহিত করেছে তারা।