তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরায়েলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ পর ইরানে সব ধরনের বিমানের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে পেজার ও ওয়াকি-টকিতে নিষেধাজ্ঞা আরোপের এই তথ্য জানানো হয়েছে। তথ্যসূত্র : এএফপি
ইরানি বার্তা সংস্থা 'আইএসএনএ'র প্রতিবেদনে দেশটির বেসামরিক পরিবহণ সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে বলা হয়েছে, 'মোবাইল ফোন ছাড়া যোগাযোগের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফ্লাইটের কেবিনে প্রবেশ কিংবা কার্গো বিমানে এসবের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।'
লেবাননে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো পেজার ও ওয়াকি-টকিতে নাশকতামূলক হামলায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনার তিন সপ্তাহ পর ইরান ওই সিদ্ধান্ত নিয়েছে।
লেবাননজুড়ে ওই হামলায় বৈরুতে তেহরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানিসহ প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণের ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান ও হিজবুলস্নাহ।
চলতি মাসের শুরুর দিকে দুবাই-ভিত্তিক বিমান চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করে।