মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
ব্যাপক ক্ষয়ক্ষতি

হিজবুলস্নাহর ফাঁদে ইসরায়েলি বাহিনী

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিরিজ রকেট ক্ষেপণাস্ত্র হামলা
যাযাদি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী -সাম্প্রতিক ছবি

লেবাননের হিজবুলস্নাহর আকস্মিক হামলায় ২০ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত বা আহত হয়েছেন। শনিবার রাত থেকে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে গোষ্ঠীটি। সংঘর্ষের তোপে সেনাদের দেহগুলোও উদ্ধার করতে পারেনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি সংবাদমাধ্যম 'আল-মায়াদিন'র বরাতে ফিলিস্তিনি সংবাদমাধ্যম 'প্যালেস্টাইন ক্রনিক্যাল' এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিরিজ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুলস্নাহ। শনিবার রাত ১-৪৫ মিনিটে প্রথম হামলাটি করা হয়। তখন আল-মানারা বসতিতে ইসরায়েলি বাহিনীর অবস্থানে সিরিজ রকেট হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। এ ঘটনাটি ইসরায়েলি বাহিনীর ওপর একটি সম্মিলিত ও অক্লান্ত হামলাকেই চিহ্নিত করছে।

এরপর রাত ৩-১৫ মিনিটে ইসরায়েলি বাহিনীর ওপর দ্বিতীয় আক্রমণটি করে হিজবুলস্নাহ। এ সময় রামিয়ার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানে নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। এতে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়। একই স্থানে পরবর্তী হামলায় ইসরায়েলের একটি অস্ত্রবাহী গাড়িকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুলস্নাহ। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানলে গাড়িতে থাকা ক্রু সদস্যরা হতাহত হন।

রাত ৩-১৫ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তাল শার এলাকায় ইসরায়েলি অবস্থানে গুলিবর্ষণ করে হিজবুলস্নাহর যোদ্ধারা। এতে করে ইসরায়েলি সেনারা অনেকটা দিশেহারা হয়ে যায়। এর ঠিক আধ ঘণ্টা পর রাত ৩-৪৫ মিনিটে রামিয়া শহরের তাল আল-মান্দাওয়ারে অনুপ্রবেশের চেষ্টাকালীন ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় একটি বিস্ফোরণ ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি সেনাদের প্রচেষ্টা ব্যর্থ করে হিজবুলস্নাহ। এতে ইসরায়েলি বাহিনীর আরও সদস্য হতাহত হন।

একইভাবে ভোররাত ৪-৪৫ মিনিটে রামিয়া শহরে ইসরায়েলি বাহিনীর আরেকটি অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় হিজবুলস্নাহ। গোষ্ঠীটি আবারও বিস্ফোরক নিক্ষেপ করে। এতে আরও কিছু হতাহতের ঘটনা ঘটে।

ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ আরও বিস্তৃত করে হিজবুলস্নাহ। সকাল সাড়ে ৫টায় অধিকৃত লেবাননের শেবা ফার্মেরজেবডাইন ব্যারাকে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। এই হামলা মাত্র ১৫ মিনিট অব্যাহত ছিল। হিজবুলস্নাহ যোদ্ধারা ইসরায়েলি জারিত ব্যারাকে সরাসরি রকেট হামলা করে। এ সময় শক্তিশালী বুরকান রকেটও ব্যবহার করে তারা।

সকাল ৬টার দিকে সশস্ত্র এই গোষ্ঠীটি অন্যান্য ইসরায়েলি অবস্থানকে লক্ষ্যবস্তু করে। খিলট ওয়ার্ডে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলা চালায় তারা। একই সময় শোমেরা বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর আরেকটি রকেট হামলা চালানো হয়। এই হামলায় আরও কিছু ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে