মিল্টনের তান্ডবে ফ্লোরিডায় নিহত ১৬ বিদু্যৎহীন ৩২ লাখ বাড়িঘর

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
হ্যারিকেন 'মিল্টন'র তান্ডবে আমেরিকার ফ্লোরিডায় অন্তত ১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, পঞ্চম ভয়াবহতম আটলান্টিক হ্যারিকেন ছিল এই মিল্টন। ঝড়ো বাতাস ও প্রাণঘাতী জলোচ্ছ্বাস নিয়ে গত বুধবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে ঝড়টি। এর আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বীমাকারীদের এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি ঝড় থেমে যাওয়ার পর উদ্ধার তৎপরতা চলছে জোরেশোরে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের তান্ডবে এরই মধ্যে ফ্লোরিডার ৩২ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদু্যৎহীন অবস্থায় রয়েছে। হ্যারিকেন মিল্টনের তান্ডবে কর্মকর্তারা এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃতু্য হয়েছে বলে নিশ্চিত করেছেন। ফ্লোরিডার ক্রুরা মিল্টনের ধ্বংসাত্মক তান্ডবের আরও ভালো চিত্র পাওয়ার চেষ্টা করছেন এবং এর ফলে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা আগামী দিনে বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্টিস বলেছেন, আগামী দিনগুলোতে আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় মিল্টনের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে না যাওয়ার জন্য ফ্লোরিডার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পশ্চিম উপকূলে সেইন্ট পিটার্সবুর্গে পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। সেখানে একটি ক্রেন একটি সংবাদপত্র ভবনে আছড়ে পড়েছে এবং একটি মেজর লিগ বেসবল স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। তান্ডব চালানোর পর মিল্টন আটলান্টিকের দিকে চলে গেছে। কিন্তু অঙ্গরাজ্যের অনেক অংশ পস্নাবিত হয়েছে এবং কিছু লোককে নৌকায় করে উদ্ধার করা হয়েছে। পর্যবেক্ষণ সাইট 'পাওয়ারআউটেজ.ইউএস'র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ফ্লোরিডায় ৩২ লাখের বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদু্যৎবিহীন অবস্থায় রয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে হ্যারিকেন 'হেলেন' ওই এলাকায় আঘাত হানার পর অনেকেই তাদের বিদু্যৎ পুনঃস্থাপনের অপেক্ষায় ছিলেন। আর তার মধ্যেই নতুন করে হ্যারিকেন মিল্টন আঘাত হানল। গত বুধবার রাতে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কির কাছে ঝড়টি ক্যাটাগরি তিন মাত্রার হ্যারিকেন হিসেবে ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে। রাতভর অঙ্গরাজ্যজুড়ে ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে বাতাস বইতে থাকে, যার ফলে কর্তৃপক্ষ আকস্মিক বন্যার সতর্কতা জারি করে। তবে সূর্যোদয়ের কয়েক ঘণ্টা আগে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আটলান্টিক মহাসাগরে সরে যায়। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টি অঙ্গরাজ্য থেকে দূরে সরে যাওয়ায় বৃহস্পতিবার ফ্লোরিডার উত্তরাঞ্চলের একটি এলাকায় পাঁচ থেকে ১০ সেন্টিমিটার অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে।