বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

হিজবুলস্নাহর 'চেইন অব কমান্ড বজায় আছে : রাশিয়া

যাযাদি ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
মারিয়া জাকারোভা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর 'চেইন অব কমান্ড' এখনো বজায় আছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বুধবার সাংবাদিকদের জানান, হিজবুলস্নাহ এখনো নিজেদের সুসংগঠিত রেখেছে এবং ইসরায়েলের হামলার পরও তাদের চেইন অব কমান্ড ভাঙেনি।

তিনি বলেন, 'আমাদের মূল্যায়ন অনুযায়ী, হিজবুলস্নাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি। তারা যে সুসংগঠিত আছে, সেটি তারা প্রদর্শন করছে।'

মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দেওয়ার জন্য পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা ও যুক্তরাজ্যকে দায়ী করেছেন এই রুশ এই কূটনীতিক। তিনি বলেছেন, ইসরায়েলকে সমর্থন দিয়ে আমেরিকা মূলত তাদের ভন্ডামি

প্রদর্শন করছে।

এ ছাড়া সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন মারিয়া জাকারোভা। তিনি বলেছেন, 'আবারও দামেস্কের জনবহুল এলাকার বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়ার অখন্ডতাকে লঙ্ঘন করেছে ইসরায়েল। এটি খুবই জঘন্য- সিরিয়া, গাজা, লেবাননে তাদের এমন হামলা একটি রুটিনে পরিণত হয়েছে। এর মাধ্যমে ইসরায়েল মূলত দেখাচ্ছে, তারা এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি করতে চায়।

ইসরায়েল ও আমেরিকা দাবি করেছে, গত কয়েকদিনের হামলায় হিজবুলস্নাহর চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলিদের হামলায় বিপর্যস্ত হওয়ায় হিজবুলস্নাহ এখন যুদ্ধবিরতি চাচ্ছে। এর একদিন পরই রাশিয়ার পক্ষ থেকে জানানো হলো, সশস্ত্র এই গোষ্ঠীর শক্তি-সামর্থ্য আগের মতোই আছে। যা তারা তাদের কর্মকান্ডের মাধ্যমে

প্রদর্শন করছে।

হিজবুলস্নাহর সঙ্গে এক বছরের সীমান্ত সংঘর্ষের পর, এখন লেবানের অভ্যন্তরে ইসরায়েলি আক্রমণ বেড়েই চলছে। গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের 'প্রক্সি' বাহিনীর সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন। গাজায় হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালিয়ে আসছিল হিজবুলস্নাহ।

তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে