রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে জন্মদিনের বার্তা পাঠিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই বার্তায় পুতিনকে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বলে দুইজনের সম্পর্কের গভীরতা ব্যক্ত করেছেন কিম।
বিবিসি জানায়, ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। এতে অবশ্য পশ্চিমারা উদ্বিগ্ন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ জানিয়েছে, দুই দেশের সম্পর্কের প্রশংসা করে কিম বলেছেন, গত জুনে পুতিনের পিয়ংইয়ং সফরের পর থেকে এই সম্পর্ক 'অপরাজেয় ও চিরন্তন' হয়ে উঠেছে।
তিনি বলেন, 'আমাদের মধ্যে বৈঠক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক... উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার কথা উলেস্নখ করে তিনি বলেন, ডিপিআরকে-রাশিয়া বন্ধুত্বের ভিত্তি আরও দৃঢ় করতে এই সম্পর্ক ইতিবাচক অবদান রাখবে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের পুরনো। স্ট্যালিন এবং কিমের বর্তমান দাদা কিম ইল-সাংয়ের সময় থেকে এই সম্পর্ক চলে আসছে। সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার শুরুর দিনগুলোতে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করেছিল। পিয়ংইয়ং কখনোই চীনের ওপর পুরোপুরি নির্ভর করতে চায়নি। কারণ, তারা চীনকে পুরোপুরি বিশ্বাস করে না। চলতি বছরের শুরুর দিকে, পুতিন ও কিম একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এতে তারা প্রতিশ্রম্নতি দিয়েছিলেন যে, দুই দেশের যে কোনো একটির বিরুদ্ধে 'আগ্রাসন' ঘটলে একে অপরকে সাহায্য করবেন।