ইসরায়েলি আগ্রাসন

গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪২ হাজার

গাজায় তিন হামাস যোদ্ধাকে হত্যার দাবি করল আইডিএফ ইসরায়েলকে লক্ষ্য করে ১৭৫ রকেট ছুড়ল হিজবুলস্নাহ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলি বর্বরতা চলছেই। তাদের নৃশংস হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৯০৯ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, হামলায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। লাগাতার এই হামলায় আরও অন্তত ৯৭ হাজার ৩০৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, বহু মানুষ বিভিন্ন ভবনের ধ্বংস্তূপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তথ্যসূত্র : আল-জাজিরা, রয়টার্স, বিবিসি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে দেশটির ভূখন্ডে প্রবেশ করে হামাস এবং তাদের মিত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের (পিআইজে) অন্তত এক হাজার সশস্ত্র যোদ্ধা। তিন হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ বলছে, গত সপ্তাহে গাজায় দুটি যৌথ অভিযানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের তিন যোদ্ধাকে হত্যা করেছে তারা। এই যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ছিল বলে দাবি করেছে আইডিএফ। মঙ্গলবার অভিযানে নিজেদের এক সেনা নিহতের খবরও জানিয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর গাজা শহরের তুফাহ এলাকার একটি স্কুলে অবস্থিত হামাসের 'কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার' হিসেবে পরিচিত এক স্থাপনায় বিমান হামলা চালায় আইডিএফ এবং আইএসএ। এতে হামাসের এক যোদ্ধা মোহাম্মদ রাফাই নিহত হন। রাফাই ইসরায়েলের কেফার আজা এবং নাহাল ওজে হামলায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করেছে আইডিএফ। হামাস অবশ্য সামরিক উদ্দেশ্যে স্কুল ও অন্যান্য বেসামরিক স্থাপনা ব্যবহার করার কথা অস্বীকার করেছে। এ ছাড়া গত ১ অক্টোবর দক্ষিণ রাফাহ শহরে হামাসের লক্ষ্যবস্তুতে দ্বিতীয় বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ। এতে হামাস যোদ্ধা মুহাম্মদ জেনন এবং বাসেল আহরস নিহত হন। নিহত তিনজনই গত বছরের ৭ অক্টোবরের হামলা এবং ভবিষ্যতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইইডিএফ। ইসরায়েলকে লক্ষ্য করে এক দিনে ১৭৫টি রকেট ছুড়ল হিজবুলস্নাহ অন্যদিকে, উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ। ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম 'চ্যানেল ১২' জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় ইসরায়েলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই রকেট হামলার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে সোমবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়ে হিজবুলস্নাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ বৈরুতে সোমবার সন্ধ্যায় 'সুনির্দিষ্ট' বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সুহেল হুসেইন নিহত হয়েছেন।