পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে শর্ত কমলার

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন ইসু্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। তার শর্ত, আলোচনায় ইউক্রেনকেও একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। এবার কমলাও একই সিদ্ধান্তের কথা জানালেন। তথ্যসূত্র : রয়টার্স প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের '৬০ মিনিটস' অনুষ্ঠানে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কি-না? জবাবে কমলা বলেন, ইউক্রেনকে ছাড়া এই ইসু্যতে কোনো দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়। নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ইউক্রেনকে অবশ্যই আলোচনায় রাখতে হবে।