বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ইসরায়েলের সঙ্গে মার্কিন ঘনিষ্ঠতার প্রশ্ন এড়িয়ে গেলেন কমলা

যাযাদি ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
সাক্ষাৎকারে কমলা হ্যারিস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমেরিকার 'ঘনিষ্ঠ মিত্র' হিসেবে বিবেচনা করা যায় কিনা- এমন প্রশ্ন এড়িয়ে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রোববার (৬ অক্টোবর) প্রকাশিত সিবিএস নিউজের '৬০ মিনিটস' অনুষ্ঠানের একটি সাক্ষাৎকারে কমলাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়। তথ্যসূত্র : আল-জাজিরা

প্রশ্নের উত্তরে কমলা বলেন, 'আমি মনে করি, সঠিক প্রশ্নটি হলো-আমেরিকার জনগণ ও ইসরায়েলের জনগণের মধ্যে কি গুরুত্বপূর্ণ জোট রয়েছে? আর এই প্রশ্নের উত্তর হলো- হঁ্যা।' সাক্ষাৎকারে কমলাকে আরও জিজ্ঞাসা করা হয়, গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে এবং লেবাননে হামলা থামাতে আমেরিকা কী করছে? জবাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা বলেন, 'গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য আমেরিকা ইসরায়েলসহ ওই অঞ্চলের আরব নেতাদের ওপর চাপ প্রয়োগ করে আসছে এবং তা চালিয়ে যাবে।' তিনি আরও বলেন, 'আমাদের কাজের ফলস্বরূপ, ওই অঞ্চলে ইসরায়েল কিছু পদক্ষেপ নিয়েছে।' তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন আহ্বানের বিষয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক মতবিরোধকে উলেস্নখ করে কমলা হ্যারিস আরও বলেছেন, ওয়াশিংটন হামাস ও হিজবুলস্নাহর মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলি জনগণের অধিকারকে সমর্থন করে। কমলা জানান, নেতানিয়াহু চান, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে আসুক।

কমলা বলেছেন, আমেরিকা মানবিক সহায়তা বৃদ্ধি করতে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধবিরতির পক্ষে কাজ করতে চায়, এ জন্য ইসরায়েল এবং অন্য নেতাদের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে।

উলেস্নখ্য, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কথা না বলায় কমলা হ্যারিস তার দলের অনেক সদস্যের চাপের মুখে পড়েছেন- বিশেষ করে তরুণ ডেমোক্রেট ও মধ্যপ্রাচ্যের আরব মিত্রদের। তারা প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হওয়ার কারণে হতাশ হয়ে পড়েছেন। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য চাপ বাড়ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘোষিত লক্ষ্যের বা উত্তেজনা প্রশমনের পথে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছেন সমালোচকরা। পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ওপর আমেরিকার চাপ প্রয়োগের ব্যর্থতা মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দেবে। মানবাধিকার কর্মীরা বাইডেন প্রশাসনের প্রতি ইসরায়েলি সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে