বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

হরিয়ানা ও কাশ্মীরে হারতে যাচ্ছে বিজেপি :বুথ ফেরত জরিপ

যাযাদি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
হরিয়ানা ও কাশ্মীরে হারতে যাচ্ছে বিজেপি :বুথ ফেরত জরিপ

ভারতের হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে হারতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। শনিবার (৫ সেপ্টেম্বর) সেখানে ভোটগ্রহণ শেষ হয়। এরপরই বুথফেরত জরিপের ফল প্রকাশ করে নির্বাচন-বিষয়ক বিভিন্ন সংস্থা। এর মধ্যে 'পিপলস পালস' জানিয়েছে, হরিয়ানায় কংগ্রেস ৯০টির মধ্যে ৫৯টি আসন পাবে। আর বিজেপি পাবে ২৬টি। তথ্যসূত্র : এনডিটিভি

দৈনিক 'ভাস্কর' বলেছে, হরিয়ানায় বিজেপি ২৪টি, কংগ্রেস ৪৯টি এবং বাকি দলগুলো অন্যান্য আসন পাবে। 'ধ্রম্নব রিসার্চ' জানিয়েছে, বিজেপি ২৭টি, কংগ্রেস ৫৭টি, অন্যান্য দল বাকি আসন পাবে।

অন্যান্য সংগঠনও কংগ্রেসকেই এগিয়ে রাখছে। যা নির্দেশ করছে হরিয়ানায় বিজেপির ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে সেখানে নতুন সরকার গড়তে যাচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস। হরিয়ানায় যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চায়, তাহলে তাদের ৯০টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পেতে হবে।

অপরদিকে, জম্মু ও কাশ্মীরেও ৯০টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সেখানে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইলে ৪৬টি আসনে জয় পেতে হবে। তবে জম্মু ও কাশ্মীরে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে