রাশিয়ার সেনাবাহিনী শনিবার রাতে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ এবং কৃষ্ণসাগর উপকূলীয় বন্দর নগরী ওডেসার অবকাঠামো। রোববার এক বিবৃতিতে এই অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। তথ্যসূত্র : রয়টার্স, আরটি
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ওডেসায় একাধিক ধাপে চালানো ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গুদাম এবং মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণের কারণে কয়েক ঘণ্টা ধরে পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো রাশিয়ার ৮৭টি ড্রোনের মধ্যে কমপক্ষে ৫৬টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া আরও ২৫টি ড্রোন 'ইলেকট্রনিক জ্যামিং-এর কারণে 'হারিয়ে' গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, রাজধানী কিয়েভ শহরের সামরিক প্রশাসক সের্হি পপকো জানিয়েছেন, রাজধানী শহর লক্ষ্য করে পাঠানো সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাতে কিয়েভ ও আশপাশের অঞ্চলের জন্য 'বিমান হামলার সতর্কতা' তিনবার ঘোষণা করা হয়। যে সতর্কতা সব মিলিয়ে মোট পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে, যোগ করেন পপকো। রাশিয়া ইউক্রেনে তাদের পূর্ণাঙ্গ আক্রমণের সময় বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে। যা ২০২২ সালের ২৪ ফেব্রম্নয়ারি শুরু হয়েছিল। তবে তারা নিয়মিতভাবে ইউক্রেনের সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
এক সপ্তাহে আত্মসমর্পণ ৮৩ ইউক্রেনীয় সেনার
অভিযানরত রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করা শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। গত এক সপ্তাহে ৮৩ জনের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী এই সেনাদের সবাই ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের উগলেদার শহরের বিভিন্ন সেনা ইউনিটে কর্মরত ছিলেন। রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কৌশলগত দিক থেকে উগলেদার বেশ গুরুত্বপূর্ণ শহর। শহরটিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা থাকায় উগলেদার ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত শহরগুলোর মধ্যে একটি এই উগলেদার। ২০২২ সালে রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে, তখন থেকেই শহরটির দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল রুশ সেনারা।
এর আগে বুধবার রাশিয়ার সংবাদ সংস্থা 'তাস' জানিয়েছিল, উগলেদারে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এরপর রোববার এই বিবৃতি দিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।