ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। প্রায় এক বছর ধরে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় সংঘাতের মধ্যেই সম্প্রতি লেবাননেও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট এমন আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : এএফপি
স্থানীয় সময় শনিবার 'ফ্রান্স ইন্টার'কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, 'আমি মনে করি, আজ আমাদের অগ্রাধিকার হলো, একটি রাজনৈতিক সমাধানে ফিরে যাওয়া। গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে ফ্রান্স ইসরায়েলকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না।' ম্যাখোঁ বলছেন, এই সংঘাতের কারণে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযানের জন্য সেনা মোতায়েনে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি।
যদিও ফ্রান্স ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী শীর্ষ স্থানীয় দেশ নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজার সংঘাত বন্ধে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে তারা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম।