বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

হত্যাচেষ্টার সেই জায়গায় ফের সমাবেশ করলেন ট্রাম্প

যাযাদি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
হত্যাচেষ্টার সেই জায়গায় ফের সমাবেশ করলেন ট্রাম্প

এক আততায়ীর গুলিতে প্রাণ হারাতে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন মাস আগের সেই ঘটনায় সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি। এরপরও ওই 'দুঃখ ও হৃদয়বিদারক' ঘটনাস্থলেই আবারও সমাবেশ করলেন তিনি। আমেরিকার পেনসিলভানিয়ার বাটলারের যে জায়গায় ট্রাম্পের ওপর হামলা হয়েছিল, শনিবার (৫ অক্টোবর) সেখানেই ওইদিনের না বলা কথাগুলো বললেন তিনি। তথ্যসূত্র : বিবিসি

গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করে হামলাকারী। কানে গুলি লাগে তার। এক স্বেচ্ছাসেবী দমকলকর্মী নিহত হন। তার দুই সমর্থকও আহত হন। পরে অবশ্য নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী।

সেই হামলায় ভয় না পেয়ে বরং আবারও সেখানেই সমাবেশ করলেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে বললেন, 'ওইদিন ১৫ সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল।' তবে হামলাকারীর উদ্দেশ্য সফল হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এই সমাবেশে উপস্থিত ছিলেন- ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স, ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্ক। আগেরবার গুলির ঘটনার পর থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন ইলন। সমাবেশে ইলন মাস্ক বলেন, 'আমেরিকার গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে।' মাস্ক এ সময় ভোটারদের নিবন্ধন করতে এবং ট্রাম্পকে নির্বাচিত করতে উদ্দীপ্ত করেন।

এবারের সমাবেশকে ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছিল। বাড়তি নজরদারি ছিল সিক্রেট সার্ভিসের। এরপরও নিরাপত্তার স্বার্থে সমর্থকের সামনে বুলেটপ্রম্নফ কাঁচের আড়াল থেকে ভাষণ দেন ট্রাম্প। বলেন, 'আমি কখনোই আপনাদের জন্য লড়াই বন্ধ করিনি। করবোও না।' সমাবেশে বারবার আগের গুলির ঘটনার কথা উলেস্নখ করেন ট্রাম্প। বলেন, ১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায়, এই জায়গাতেই একজন ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল।' এ সময় হামলাকারীকে 'বিদ্বেষপূর্ণ দানব' বলে উলেস্নখ করেন ট্রাম্প। সমাবেশে মার্কিন পররাষ্ট্রনীতিতে 'সম্মান' ফিরিয়ে আনার প্রতিশ্রম্নতি দেন এবং 'ওপেন বর্ডার' বন্ধ করার অঙ্গীকার করেন। অবাধ সীমান্তকে অপরাধের উৎস হিসেবে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, 'আপনারা এমন এক সরকার পাওয়ার যোগ্য, যে নিজ দেশের নাগরিকদের সুরক্ষা ও সম্মান দেয় এবং আপনার সার্বভৌমত্ব, নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করে।'

সমাবেশে ১৩ জুলাইয়ের গুলিতে নিহত স্বেচ্ছাসেবী দমকলকর্মী কোরি কমপোটারের জন্য এক মিনিটের নীরবতাও পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে