বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন

যাযাদি ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষ হয়। ইমরান সমর্থকদের হামলায় ৮০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে শনিবার পাঞ্জাবের লাহোরেও উত্তেজনা দেখা দেওয়ায় সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তথ্যসূত্র : ডন, এক্সপ্রেস ট্রিবিউন

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইসলামাবাদের উদ্দেশে ইমরান খানের সমর্থকরা শুক্রবার রওনা দেন। এই প্রদেশের ক্ষমতায় রয়েছে ইমরান খানের দল। শনিবার ইসলামাবাদের ডি-চক এলাকায় পিটিআইর কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়। এমনকি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শনিবার সকাল থেকেই ডি-চক এলাকায় ইমরানের সমর্থকরা জড়ো হতে শুরু করেন। বড় সড়কগুলো কনটেইনার দিয়ে আটকে রাখা হয়। এ সময় শতাধিক সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ফলে শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ ছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি আরও বলেন, শুক্রবার 'মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশের ওপর গুলি চালানো হয় এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত টিয়ারগ্যাস ব্যবহার করে।'

ইসলামাবাদের বিভিন্ন জায়গায় শুক্রবার ইমরান খানের দল পিটিআইর সমর্থকরা জড়ো হন। যদিও সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু এটি ভঙ্গ করে তারা সমবেত হন। তাদের লক্ষ্য ছিল ডি-চকে বিক্ষোভ করবেন। কিন্তু পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে।

অপরদিকে, শনিবার লাহোরের মিনার-ই-পাকিস্তানেও জড়ো হওয়ার কথা আছে ইমরানের সমর্থকদের। তারা জড়ো হলে লাহোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কা থেকে পাঞ্জাব প্রশাসন সেনাবাহিনীর সহায়তা কামনা করে। সেনাদের বিমানবন্দর ও অন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মোতায়েন করা হচ্ছে। মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তায় বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি পুলিশি বাধায় লাহোরে পৌঁছাতে না পারেন, তাহলে যেন সবাই যার যার শহরেই অবস্থান নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে