ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ট্রাম্পের
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো। ট্রাম্প শুক্রবার ইসরায়েলের উদ্দেশে বলেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে ট্রাম্প এই মন্তব্য করেন। তথ্যসূত্র : এনডিটিভি
এর আগে গত বুধবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, এতে সমর্থন দেবেন কিনা? জবাবে সরাসরি 'না' বলেছিলেন তিনি। এর বদলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার পক্ষে তিনি।
কিন্তু প্রচারে ট্রাম্প বলেন, 'যখন তারা (সাংবাদিকরা) তাকে (বাইডেন) এই প্রশ্ন করেছিলেন, তখন উত্তরটা হওয়া উচিত ছিল, প্রথমে পরমাণু কর্মসূচিতে হামলা করুন। বাকিটা পরে দেখা যাবে।' তিনি আরও বলেন, 'ইরান সম্পর্কে আপনার কী ধারণা, আপনি কি ইরানে আঘাত হানবেন? আর তিনি (বাইডেন) বলেন, 'না, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে, ততক্ষণ হামলা চালানো হবে না। এর মানে বাইডেন হামলা চালাতে চান, তাই তো? উল্টো প্রশ্ন ছুড়ে দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে গত বুধবার সাংবাদিকদের বাইডেন বলেন, 'ইসরায়েলিরা কী করতে যাচ্ছে, তা নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব, তবে আমাদের (জি-৭ দেশগুলোর প্রধানরা) সবাই একমত যে, তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে, কিন্তু তাদের সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত।' তবে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে খুব কমই কথা বলেছেন। কিন্তু তিনি এক বিবৃতিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য বাইডেন ও কমলা হ্যারিসকে দায়ী করেছেন।
আগামী ৫ নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন ট্রাম্প। এবারের নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।