উপসাগরীয় দেশগুলো ইরান-ইসরায়েল সংঘাতে নিরপেক্ষ থাকবে
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে উপসাগরীয় আরব দেশগুলো তেহরানকে তাদের নিরপেক্ষ অবস্থান সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট দুটি সূত্র এই দাবি করেছেন। কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে অনুষ্ঠিত একটি বৈঠকে এ আলোচনা হয়। মূলত, সংঘাতের আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় নিজেদের তেল স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে এমন উদ্বেগ থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স
গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রীরা এবং ইরানের প্রতিনিধিরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। যেখানে আলোচনার মূল বিষয় ছিল উত্তেজনা কমানোর উপায়। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের ইতিহাসের বৃহত্তম হামলা চালানোর পর এই আলোচনা আরও গুরুত্ব পেয়েছে।
ইসরায়েলি হামলায় হামাস ও হিজবুলস্নাহর শীর্ষ নেতাদের মৃতু্য এবং গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযানের প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেহরান।
ইরান জানিয়েছে, তাদের হামলা আপাতত শেষ। তবে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো প্ররোচনা এলে তারা আবারও আঘাত হানবে। এরই মধ্যে ইসরায়েল কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।