ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মির্জাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ শ্রমিকের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে কাচোয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
একটি ট্রাক্টর-ট্রেলারে ১৩ জন শ্রমিক নিয়ে বারানসির দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ
দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক্টরে থাকা ১৩ জন শ্রমিক ভাদোহি জেলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। তারা বারানসিতে তাদের গ্রাম মির্জামুরাদের দিকে যাচ্ছিলেন।
১০ শ্রমিকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।
এদিকে, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। পাশাপাশি আহতদের দ্রম্নত আরোগ্যও কামনা করেছেন তিনি। তথ্যসূত্র : এনডিটিভি