মেক্সিকোর হুইক্সটলা শহরে অভিবাসীদের একটি ট্রাকে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। ওই ট্রাকে ৩৩ জন অভিবাসী ছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বুধবার এ তথ্য প্রকাশ করেছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের হুইক্সতলা শহরের কাছে এ ঘটনা ঘটেছে। একটি ট্রাক সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চেয়েছিল। তখন সেনারা গুলি চালায়। গুলির ঘটনার পর ট্রাকে ৩৩ জন অভিবাসীকে শনাক্ত করে সেনারা। তাদের মধ্যে মিসরীয়, নেপালি, কিউবান, ভারতীয়, পাকিস্তানি ও আরব দেশের নাগরিক রয়েছেন।
ঘটনাটি যখন ঘটেছে, তখন সেনাবাহিনী এলাকাটিতে টহল দিচ্ছিল। অভিবাসীদের পিক-আপ ট্রাকটিকে আরও দুটি গাড়ি অনুসরণ করছিল, যেগুলো সাধারণত এলাকাটির অপরাধীরা ব্যবহার
করে থাকে।
বিস্ফোরণের শব্দ শোনার পর দুই সেনা অফিসার গুলি চালায়। ঘটনাস্থলেই চার অভিবাসী নিহত হন এবং অন্য দুইজন পরে হাসপাতালে মারা যান।
এদিকে, জাতিসংঘের অভিবাসন সংস্থা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যাবে।
মেক্সিকো তাদের সীমান্তে আগত অভিবাসীদের সংখ্যা কমানোর জন্য আমেরিকার চাপের মধ্যে রয়েছে। অভিবাসীরা মেক্সিকো হয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেন। তারা মূলত আর্থিক দুরবস্থা ও সহিংসতার হাত থেকে বাঁচার জন্য আমেরিকায় যেতে চান। তথ্যসূত্র : আল-জাজিরা