মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ক্লডিয়া শেইনবম। বুধবার এই শপথ অনুষ্ঠানে নারীদের অধিকার জোরদার করা এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজের দেশকে নিরাপদ রাখা ও অর্থনৈতিক ভবিষৎ সুনিশ্চিত করার জন্য অঙ্গীকার করেছেন। পাশাপাশি নিজের দেশের উন্নয়নের প্রতি তিনি নজর দেবেন বলে জানিয়েছেন।
শপথ নেওয়ার মাধ্যমে আগামী ছয় বছরের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লডিয়া। শপথগ্রহণ অনুষ্ঠানে আবেগাপস্নত কণ্ঠে তিনি জানান, এখন পরিবর্তনের সময়, এবার নারীদের পালা। নারীরাও বদলাতে পারে। ক্লডিয়া জানান, 'আমি একজন মা, বিজ্ঞানী ও একই সঙ্গে আজ থেকে প্রেসিডেন্ট। সবই সম্ভব হয়েছে মেক্সিকোর জনগণের ইচ্ছায়।'
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি জানান, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হবে মেক্সিকো। কোনো অংশেই পিছিয়ে থাকবে না। অর্থনৈতিক ভবিষৎ আরও সুরক্ষিত হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লডিয়াকে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় বাজেট ঘাটতি মোকাবিলা করতে হবে। তথ্যসূত্র : এএফপি