নাইজেরিয়ায় নৌকা ডুবে নারী-শিশুসহ ৬০ জনের মৃতু্য
প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
নাইজেরিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃতু্য হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে উত্তর-মধ্য নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে বার্ষিক 'মওলুদ উৎসব' শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নৌকায় বেশিরভাগই নারী ও শিশু ছিল। তথ্যসূত্র : এএফপি
স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান জানান, মঙ্গলবার রাতে প্রায় ৩০০ যাত্রী বহনকারী কাঠের নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তিনি উলেস্নখ করেননি। তবে অতিরিক্ত যাত্রী বহন করা এবং দুর্বল রক্ষণাবেক্ষণই নাইজেরিয়ান নৌপথে বেশিরভাগ নৌ-দুর্ঘটনার জন্য দায়ী।
নাইজেরিয়ার জলপথে নানা অসঙ্গতির কারণে নৌকা দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে নদী এবং হ্রদের পানি বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেশি হয়। এখন নাইজেরিয়ায় বর্ষাকাল চলছে।
গত মাসে জামফারা রাজ্যের গুম্মি নদীতে ৫০ জনের বেশি কৃষককে নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃতু্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।