বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত জাপান

যাযাদি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অক্টোবরের শেষের দিকে আগাম সাধারণ নির্বাচন আহ্বানের পরিকল্পনা করছেন। ৬৭ বছর বয়সি ইশিবা শুক্রবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়েছেন এবং আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

পাবলিক ব্রডকাস্টার 'এনএইচকে', দেশটির চারটি প্রধান জাতীয় দৈনিক এবং অন্যান্য মিডিয়া কোনো সূত্রের উদ্ধৃতি ছাড়াই জানিয়েছে, ইশিবা আগামী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন সামনে রেখে ৯ অক্টোবর পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছেন।

গত শুক্রবার ইশিবা বলেন, তিনি তার ম্যান্ডেটকে শক্তিশালী করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি মধ্যবর্তী নির্বাচন চান। তবে কখন তা অনুষ্ঠিত হবে তা জানাতে অস্বীকার করেন।

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতা ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হয়েছেন। দলটি প্রায় কয়েক দশক ধরে নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করেছে। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে