লেবাননের হিজবুলস্নাহর প্রধান হাসান নাসরুলস্নাহ হত্যাকান্ড নিয়ে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাসরুলস্নাহর হত্যাকে 'ঐতিহাসিক মোড়' মন্তব্য করে তিনি বলেন, তার মৃতু্য মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। নিউইয়র্ক সফর শেষে ইসরায়েলে পৌঁছানোর পর এক বিবৃতিতে এ কথা বলেন নেতানিয়াহু। তথ্যসূত্র : আল-জাজিরা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'নাসরুলস্নাহ একজন সন্ত্রাসী ছিলেন। তাকে হত্যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া এবং আগামী কয়েক বছর ধরে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। তাই আমি আদেশ দিয়েছিলাম এবং নাসরুলস্নাহ আর আমাদের মধ্যে নেই।'
নেতানিয়াহু আরও বলেন, 'আমরা অগণিত ইসরায়েলি, কয়েকশ' আমেরিকান এবং কয়েক ডজন ফরাসিসহ অন্যান্য দেশের নাগরিককে হত্যার জন্য দায়ী একজনের সঙ্গে হিসাব বরাবর করেছি।'
ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুলস্নাহ নিহত হন বলে শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করে ইরানপন্থি প্রতিরোধ যোদ্ধাদল হিজবুলস্নাহ। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুলস্নাহ।