পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় সাত শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ হামলা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স
দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রধারীরা একটি বাড়িতে অকস্মাৎ প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ থেকে আগত শ্রমিকরা ওই বাড়িতে বাস করছিলেন। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।
বিগত বছরগুলোর মধ্যে চলতি বছরের আগস্টে ভয়াবহতম নৃশংসতা প্রত্যক্ষ করেছে বেলুচিস্তানবাসী। থানা, রেললাইন ও মহাসড়কে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলার ব্যাপকতা বৃদ্ধি করেছে। হামলায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে।
আগের অধিকাংশ হামলায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীর একটি হচ্ছে বিএলএ। গোষ্ঠীটি বলেছে, তাদের দারিদ্র্যপীড়িত অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ও খনিজসম্পদ অন্যায়ভাবে উত্তোলন করছে সরকার। তাদের দাবি, এ অঞ্চলে চীনের স্বার্থে নিয়োজিত আছে পাকিস্তানের সরকার। এর অবসান ঘটিয়ে স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা তাদের লক্ষ্য।