শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের আদেশ মানতে হবে : অস্ট্রেলিয়া

যাযাদি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের আদেশ মানতে হবে : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং বলেছেন, গাজায় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ব্যবস্থা করতে ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আদালতের আদেশ বাধ্যতামূলক মেনে চলতে হবে। শুক্রবার গভীর রাতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে উং বলেন, সাধারণ পরিষদের প্রস্তাব ৭৭ বছর পার হয়ে গেলেও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব এখনো নেই। তথ্যসূত্র : আনাদলু

তিনি বলেন, এক ইসরাইলকে বশে আনতে এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের জন্য বিশ্ব ৭৭ বছর ধরে অপেক্ষা করতে পারে না।

অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রের আন্তর্জাতিক ঘোষণার জন্য একটি সুস্পষ্ট সময়রেখাসহ, দুই রাষ্ট্রের জন্য একটি পথ নির্ধারণে নিরাপত্তা পরিষদের দ্রম্নত ভূমিকাসহ নতুন উপায়ে বের করতে বলেন।

অস্ট্রেলিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান হলে উভয় দেশের জনগণের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ হবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া এবং অন্য ১৫২টি দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়ার পর এখন প্রায় ৩০০ দিন হয়ে গেছে- এখনো গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে