গাজায় আরেক স্কুলে ইসরাইলের হামলা, নিহত অন্তত ১৫
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডের আরও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার শিকার জাবালিয়া শরণার্থী শিবিরের এই হাফসা আল-ফালুজা স্কুলটিতে বাস্তুচু্যত লোকজন আশ্রয় নিয়েছিলেন। তথ্যসূত্র : আল-জাজিরা, বিবিসি
নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদের ব্যবহৃত একটি 'কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার' লক্ষ্য করে তারা 'সুনির্দিষ্ট' হামলা চালিয়েছে।
এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ৫৩৪ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার অবরুদ্ধ ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিরামহীন এই হামলায় আরও অন্তত ৯৬ হাজার ৯২ জন ব্যক্তিও আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল এই ভূখন্ডে তার হামলা অব্যাহত রেখেছে।