ফ্লোরিডায় অত্যন্ত বিপজ্জনক হারিকেন 'হেলেন'র আঘাত
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আছড়ে পড়েছে 'অত্যন্ত বিপজ্জনক' হারিকেন 'হেলেন'। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হারিকেনটি স্থলভাগে আছড়ে পড়ে। কর্মকর্তারা অবশ্য আগেই ভয়াবহ পরিস্থিতি এবং সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের সতর্কতা জারি করেছিল। তাৎক্ষণিকভাবে অবশ্য হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তথ্যসূত্র : এএফপি
ভয়াবহ এই ঝড়ে ১১ লাখের বেশি বাড়ি বিদু্যৎবিহীন অবস্থায় রয়েছে এবং এবং বহু রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েক দশকের মধ্যে মেক্সিকো উপসাগরীয় ঝড়গুলোর মধ্যে এটিই বড় ধরনের ঝড় বলে মনে করা হচ্ছে।
'ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার' জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১১টায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেরি শহরের কাছে স্থলভাগে আঘাত হেনে দ্রম্নত শক্তিশালী হয়ে হারিকেনটি 'অত্যন্ত বিপজ্জনক' ক্যাটাগরি-৪ হারিকেনে পরিণত হয়। ঝড়ের সময় ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয় এবং এটি উপসাগরের ওপর দিয়ে তালাহাসির দক্ষিণে বিগ বেন্ড এলাকায় আঘাত হানে।
সোস্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ফ্লোরিডা বিগ বেন্ড উপকূলে প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে।