শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মাঠে মারা গেছে বাইডেনের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা

যাযাদি ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রচেষ্টা অনেকটা মাঠে মারা গেছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে, আমেরিকার জোরালো কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইসরাইল-হিজবুলস্নাহ সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তথ্যসূত্র : রয়টার্স

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে আছেন মেয়াদের শেষ পর্যায়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে তিনি ক্ষমতা ছাড়ার আগে এই সংকটের সমাধান হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে বাইডেনের পররাষ্ট্রনীতির সব সাফল্য মলিন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গত এক বছর ধরে ইসরাইলের সব কার্যকলাপের অন্যতম সমর্থক ছিলেন বাইডেন। ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুলস্নাহর বিরুদ্ধে আত্মরক্ষার্থে ইসরাইলের কর্মকান্ডের সাফাই গাইলেও মধ্যপ্রাচ্যে বেসামরিক মানুষের প্রাণহানি ও সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধেও বেশ উচ্চকণ্ঠ ছিলেন তিনি। কিন্তু প্রতিবারই তার প্রস্তাব বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হয়েছে। এর সর্বশেষ উদাহরণ হলো লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নাকচ করে উল্টো হামলা জোরদার করা।

মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করে আসা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফ বলেছেন, 'এই অঞ্চলে মার্কিন ক্ষমতা ও প্রভাবের সীমাবদ্ধতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে।' এর একটা প্রমাণ হতে পারে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ওয়াশিংটনের মর্জিতে টলানোর জন্য বাইডেনের ব্যর্থতা। বরং এখন পর্যন্ত ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ও জাতিসংঘের ঢাল হিসেবে সবচেয়ে বিশ্বস্ত মিত্র হচ্ছে আমেরিকা।

প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধ নিরসনে ইসরাইল ও হামাসকে সমঝোতায় আনার মার্কিন প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। এই বিষয়ে অবগত ব্যক্তিরা বলেছেন, আশু কোনো সম্ভাবনার আশা দেখা যাচ্ছে না। অধিকাংশ মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি অর্জনে ব্যর্থতার পুরো দায় চোখের পলকে হামাসের ওপর চাপিয়ে দিয়ে থাকেন। অবশ্য নেতানিয়াহুর একতরফা দাবি-দাওয়াকেও সমস্যার কারণ বলে মনে করে থাকেন অনেকে।

এই সংকটের মধ্যেই মাথাব্যথার নতুন উপসর্গ হিসেবে দেখা দিয়েছে লেবাননে শুরু হওয়া ইসরাইলি হামলা। অস্থিরতা আরও বৃদ্ধি পাওয়ার আগেই বাইডেনের প্রস্তাবে কর্ণপাত করেন কিনা নেতানিয়াহু, এখন সেটিই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে