ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে দেখা দেওয়া জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে আর মৃতু্য হয়েছে অন্তত চারজনের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বৃহস্পতিবার নগরীর স্কুল ও কলেজগুলো বন্ধ রাখা হয়েছে।
বুধবার সন্ধ্যারাতে মুম্বাইয়ের বিভিন্ন অংশে প্রায় ২৭৫ মিলিমিটার (১১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বৃষ্টিতে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ ট্র্যাফিক জ্যামে আটকা পড়েন, ট্রেনের সূচি বিঘ্নিত হয়।
কর্তৃপক্ষ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে নগরীজুড়ে 'রেড অ্যালার্ট' জারি করেছে এবং নগরবাসীকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সাগর তীরে না যাওয়ার জন্য বলা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স