সেই রুথের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ গঠন
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছ থেকে সম্প্রতি বন্দুকসহ আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ফেডারেল আদালতের কৌঁসুলিরা বলেছেন, ট্রাম্পকে হত্যাচেষ্টায় গত মঙ্গলবার অভিযুক্ত করা হয় তাকে।
আটক হওয়ার পরপরই ৫৮ বছর বয়সি রায়ান রুথের বিরুদ্ধে বন্দুক-সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের করেছিল কর্তৃপক্ষ। এবার তার বিরুদ্ধে নতুন ওই অভিযোগ আনা হলো। বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত গলফ মাঠে নিরাপত্তাবেষ্টনীর ফাঁক দিয়ে বন্দুকের নল তাক করেছিলেন রুথ। গলফ মাঠটি ট্রাম্পের মালিকানাধীন। তখন সেখানে খেলছিলেন তিনি।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, 'আমাদের গণতন্ত্রের কেন্দ্রে আঘাত করে এমন কোনো সহিংসতা বিচার বিভাগ সহ্য করবে না। যারা এটা ঘটিয়েছে, আমরা তাদের খুঁজে বের করব ও জবাবদিহির আওতায় আনব। এটা বন্ধ করতে হবে।'
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, মিয়ামির ফেডারেল গ্র্যান্ড জুরি মঙ্গলবার বিকালে রুথের বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করেন। হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি আইলিন ক্যানন এই মামলাটির বিচারকাজ চালাচ্ছেন। এর আগে গত জুলাইয়ে স্বয়ং ট্রাম্পের বিরুদ্ধেই দায়ের হওয়া একটি মামলা তিনি খারিজ করে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার পর বেআইনিভাবে রাষ্ট্রের গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল।