আইএসআইর নতুন প্রধান আসিম মালিক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন এবং লেফটেন্যান্ট জেনারেল নাদিম অঞ্জুমের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার হঠাৎই মালিকের নাম ঘোষণা করা হয়। ১৯৮৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া আসিম মালিক অতীতে করাচির পঞ্চম কোরের জিওসি ছিলেন। তিনি খাইবার-পাখতুনখোয়ায় টিটিপি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর অভিযানে দক্ষতার জন্য ২০২১ সালে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। তিনি বেলুচিস্তানের কোয়েটায় 'কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ'-এর প্রধান হিসেবেও কাজ করেছেন এবং পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ঘনিষ্ঠ পরিচিত। তথ্যসূত্র : এবিপি নিউজ