শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
মিয়ানমার

অভু্যত্থান-বিরোধীদের মৃতু্যদন্ড কার্যকর করছে জান্তা সরকার

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অভু্যত্থান-বিরোধীদের মৃতু্যদন্ড কার্যকর করছে জান্তা সরকার

সামরিক অভু্যত্থান-বিরোধী এক দম্পতির মৃতু্যদন্ড কার্যকর করেছে মিয়ানমার জান্তা সরকার। সোমবার (২৩ সেপ্টেম্বর) এই দন্ড কার্যকর করা হয়েছে। এদিকে, আজ (২৪ সেপ্টেম্বর) আরও প্রাণদন্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে শাসক গোষ্ঠীর। দেশটির অধিকার বিষয় একটি সংগঠন এ তথ্য দিয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

নারী অধিকার বিষয়ক সংগঠন উইমেন্স পিস নেটওয়ার্ক সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টায় মাউং কাউং হিতেত ও তার স্ত্রী চ্যান মিয়ায়ে থুয়ের প্রাণদন্ড কার্যকর করা হয়। কোনো সুষ্ঠু তদন্ত ও শুনানি ছাড়াই ওই দম্পতিকে এক বোমা হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে দন্ডিত করা হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।

২০২১ সালের ফেব্রম্নয়ারিতে অভু্যত্থানের মধ্য দিয়ে ক্ষমতা করে মিয়ানমার জান্তা। ১৯৮০-এর দশকের পর ২০২২ সালের জুলাইতে তারা প্রথম চারজনের প্রাণদন্ড কার্যকর করে। মানবাধিকার বিরোধী পদক্ষেপের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে আছে জান্তা সরকার। গণতন্ত্রপন্থি ও দেশের বিভিন্ন সশস্ত্র জাতি গোষ্ঠী একজোট হয়ে সামরিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী প্রবল প্রতিরোধ গড়ে তুললে সংকট আরও ঘনীভূত হতে থাকে। ওই বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার গণতন্ত্রপন্থি পাঁচজনের মৃতু্যদন্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তরা ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বন্দি আছেন। ইয়াঙ্গুনের ট্রেনে চার পুলিশ অফিসারকে গুলি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২০২৩ সালের মে মাসে তাদের অভিযুক্ত করে রায় ঘোষণা করা হয়।

সংগঠনটি তাদের বিবৃতিতে বলেছে, 'এভাবে মানুষকে হত্যা করতে থাকলে জান্তা আরও বেপরোয়া হয়ে উঠবে। মিথ্যা অভিযোগে মৃতু্যদন্ডে দন্ডিত আরও ১২০ জনের বেশি বন্দিকে হত্যা করতেও তারা পিছপা হবে না।'

'ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার'র প্রধান নিকোলাস কৌমজিয়ান বলেছেন, এসব গোপন শুনানিতে দেওয়া রায়ের ভিত্তিতে মৃতু্যদন্ড কার্যকর করার ঘটনা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। এ ধরনের কার্যক্রম মানবাধিকার বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের এক বা একাধিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। 'দি অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস' নামক অধিকার বিষয়ক সংগঠন জানিয়েছে, অভু্যত্থানের পর থেকে জান্তা প্রায় ২০ হাজার ৯৩৪ জনকে আটক করেছে। তাদের মধ্যে ১২৩ জনের বেশি মানুষকে মৃতু্যদন্ডে দন্ডিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে