শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ইসরাইল চায় আমরা যুদ্ধে জড়াই :ইরানের প্রেসিডেন্ট

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসরাইল চায় আমরা যুদ্ধে জড়াই :ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরাইল মধ্যপ্রাচ্যকে 'অপরিবর্তনীয়' যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলার ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন তিনি। তথ্যসূত্র : আল-জাজিরা, রয়টার্স

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ইরানকে আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিতে চাইছে ইসরাইল। হিজবুলস্নাহর সমর্থনে সংঘাতে যোগ দিতে উসকানি দিচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

ইরান লেবানিজ গোষ্ঠীর প্রতিরক্ষায় আসবে কি-না, জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, 'তেহরান যে কোনো গোষ্ঠীকে রক্ষা করবে; যে তার অধিকার এবং নিজেকে রক্ষা করছে।' তবে তিনি যোগ করেছেন, ইরান 'শান্তিতে থাকতে' চায়।

পেজেশকিয়ান বলেন, 'আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না। কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে।' তিনি বলেন, 'আমরা যুদ্ধ চাই না... ইসরাইলই এই সর্বাত্মক সংঘাত সৃষ্টি করতে চায়।'

একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতির প্রতিশ্রম্নতি দেওয়া মধ্যপন্থি রাজনীতিক পেজেশকিয়ান জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গাজায় ইসরাইলের 'গণহত্যার' মুখেও নিশ্চুপ থাকার জন্য বিশ্ব সম্প্রদায়কে অভিযুক্ত করেন ইরানের নতুন প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে