শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
অভিযোগ ট্রাম্পের

জেলেনস্কি চান ডেমোক্রেটরা জিতুক

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কি

আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের জয় দেখতে চান। এই নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তথ্যসূত্র : রয়টার্স

ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফরে রয়েছেন। এবার সফরে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ের বিশেষ পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিল।

সোমবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেন, 'আমি মনে করি জেলেনস্কি ইতিহাসের সবচেয়ে বড় বিক্রেতা। প্রতিবারই তিনি এখানে এসে ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যান। তিনি চান যে, ডেমোক্রেটরা এই নির্বাচন জিতুক, কিন্তু আমি অন্যভাবে কাজ করব; আমি শান্তি আনব।' এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় কোনো সাড়া দেয়নি।

ট্রাম্প তার শান্তি পরিকল্পনার কোনো বিশদ বিবরণ দেননি। তিনি বলেছেন, আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একটি চুক্তিতে কাজ করার আহ্বান জানাবেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, তিনি আমেরিকা সফররত জেলেনস্কির সঙ্গে 'সম্ভবত' বৈঠক করবেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে, কোনো বৈঠক এখনো নির্ধারণ করা হয়নি।

জেলেনস্কি গত রোববার কমলা হ্যারিসের মিত্র ডেমোক্রেটিক গভর্নর জোশ শাপিরোর সঙ্গে পেনসিলভানিয়ায় একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছিলেন। নির্বাচনী যুদ্ধের এই সময়ে ডেমোক্রেটদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের পেনসিলভানিয়া সফর ট্রাম্পের কিছু সহযোগীকে ক্ষুব্ধ করেছে। পেনসিলভানিয়ায় উলেস্নখযোগ্য সংখ্যক ইউক্রেনীয়-আমেরিকান রয়েছেন। ডেমোক্রেটদের সঙ্গে জেলেনস্কির সফরটি ডেমোক্রেট ভোটার বাড়াবে বলে মনে করছেন রিপাবলিকানরা।

আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার 'আগ্রাসন' শুরুর পর থেকে ইউক্রেনকে বহু বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে এবং মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ট্রাম্প ইউক্রেনের জন্য ক্রমাগত মার্কিন সহায়তাকে অর্থের অপচয় হিসেবে বর্ণনা করেছেন এবং কখনোই প্রকাশ্যে বলেননি যে, তিনি ইউক্রেনের বিজয় চান। জেলেনস্কি এর আগে বলেছিলেন, নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ট্রাম্প কী করবেন, তা তিনি ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। তবে আশা করেছিলেন, রিপাবলিকানরা ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সমর্থন বজায় রাখবে। 'বিবিসি'র সঙ্গে জুলাইয়ে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে কাজ করা হবে কঠিন কাজ, তবে আমরা কঠোর পরিশ্রমী।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে