গাজায় আবারও স্কুলে ইসরাইলি বিমান হামলা নিহত ৭

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও স্কুল কম্পাউন্ডে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় নিহত হয়েছেন সাতজন। রোববার সেখানে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন। গাজা শহরের বাস্তুচু্যত পরিবারগুলোকে এই স্কুলে আশ্রয় দেওয়া হয়েছিল। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা গাজার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১১টায় বিচ ক্যাম্পের কাফর কাসেম স্কুলে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে হামাস পরিচালিত গণপূর্ত ও বাসস্থান মন্ত্রণালয়ের পরিচালক মাজেদ সালেহও রয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হামলা করেছে তারা। এ সময় বেসামরিক নাগরিকদের ঝুঁকি সীমিত করতে বিমান নজরদারিসহ অন্যান্য পদক্ষেপও নিয়েছে। গাজা শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ, সামরিক উদ্দেশ্যে হাসপাতাল ও অন্যান্য বেসামরিক ভবন ব্যবহার করছে তারা। তবে এমন অভিযোগ বারবার অস্বীকার করেছে হামাস। গত ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৪১ হাজার চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এই সময়ে বাস্তুচু্যত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের রামালস্নাতে অবস্থিত আল-জাজিরা টিভির বু্যরো অফিসে তলস্নাশি চালিয়েছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।