ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় গড়ে ওঠা ৪২ দিনের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর এর মধ্য দিয়ে কাজে ফিরতে চলেছেন তারা। তবে প্রতিশ্রম্নতি রক্ষা করা না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন জুনিয়র চিকিৎসকরা। তথ্যসূত্র : এবিপি নিউজ
শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপেস্নক্স পর্যন্ত মিছিল করেন তারা। মিছিল শেষে আন্দোলন প্রত্যাহারের কথা জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ৯ আগস্ট যে ঘটনা ঘটেছে, তা বিশ্বকে শিহরিত করেছে। ঘটনার ভরকেন্দ্র যেখানে, সেখানে থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এরপর সুযোগ নিয়েছে দুষ্কৃতকারীরা। স্বাধীনতা দিবসের আগের রাতে আরজি করে আক্রমণ হয়েছে। জেনারেল জরুরি বিভাগ ধূলিসাৎ করা হয়েছে। সাধারণ মানুষকে ধন্যবাদ যে, তারা আমাদের আন্দোলনের প্রথম থেকে পাশে রয়েছেন।